সোনারগাঁওয়ে নৌকার পক্ষে গ্রাম গঞ্জে পাড়া-মহল্লায় ঘরে ঘরে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাবেক সাংসদ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Sunday, November 21, 2021

সোনারগাঁওয়ে নৌকার পক্ষে গ্রাম গঞ্জে পাড়া-মহল্লায় ঘরে ঘরে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাবেক সাংসদ




আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি হাজী নাছির উদ্দিনের পক্ষে গ্রামে গঞ্জে পাড়া-মহল্লায় ঘরে ঘরে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের সাথে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহম্মেদ,

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে- অবহেলিত ও সুবিধা বঞ্চিত এ ইউনিয়নকে আলোকিত করতে চান তিনি।

উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হাজী মো: নাছির উদ্দিন এর নির্বাচনী প্রচার প্রচারণায় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ ও গ্রামের প্রতিটি ঘরের দরজায় দরজায় গিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন নাছির উদ্দিন ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শম্ভুপুরা ইউনিয়নের অসম্পূর্ণ কাজ কে সম্পুর্ন করার সুযোগ দিন ।তিনি তার এই আকাঙ্ক্ষা কথা ব্যক্ত করেন।

২০ নভেম্বর শনিবার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোগারচর,ঢেকপাড়া ,মইনারকান্দী , গ্রামে নির্বাচনী প্রচারণা সকাল থেকে সন্ধা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রামে ঘরে ঘরে ও চায়ের দোকান গুলোতে নৌকা মার্কায় ভোট চান দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে।

এ সময় ৩ নং ওয়ার্ডে মইনারকান্দী স্কুল মাঠে গণসংযোগের সময় নৌকা প্রার্থী নাছির উদ্দিন বলেন, আমি ৯নং ওয়ার্ডে ৩ বার জনগনের ভোটে নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন ও মাননীয় প্রধান মন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে, বাংলাদেশ আওয়ামীলীগ শম্ভুপুরা ইউনিয়নের নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা রাখি শম্ভুপুরা ইউনিয়নের জনগন নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ,উপজেলা একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদুৎ্য, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি, আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহম্মেদ,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামান, সাংগঠনিক সম্পাদক সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক, রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক, রাসেল আহমেদ, ইবনেসিনা প্রপেল,রাজন  ফাহিম প্রমুখ

No comments:

Post a Comment