সাংবাদিকতা মহান পেশা বলে আমি নেমে ছিলাম রাজপথে।
মিথ্যার মুখোশ খুলে দিয়ে সত্যকে ছিনিয়ে আনার আক্রোশে।
সুখ শান্তি বিস্বর্জন দিয়ে দেশটাকে লুটেপুটে খাওয়াদের খুজঁছিলাম যখন চারপাশে,
হঠাৎ নরপিশাচের গুলিতে, ঝাজড়া বুক নিয়ে পড়ে রইলাম মাঝপথে,
আমাকে বাচানঁ আমাকে বাচাঁন বলে চিৎকার ছিল সেই সাথে,
আমি বাকরুদ্ধ,আমি নিরব,আমি স্তব্ধ,বুক ভরা কষ্ট নিয়ে শায়িত আমি চিরনিদ্রায় !
কবে ভাঙবে ঘুম,কবে জাগবে বিবেক, আর কত রক্ত ঝড়লে দেবে সাড়া ?
গুম,হয়ে যাবো, খুন হয়ে যাবো, এভাবে আর কতকাল যাবো নির্যাতনে মারা ?
আমরা জাতির বিবেক,জীবনকে বিস্বজর্ন দিয়ে পেয়ে গেলাম শুধু আবেগ !
আমরা দেশ সেবায় আত্ম নিয়োগ করি।
জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের জন্য কাজ করি।
সমাজের নানা অসংগতিকে আমরাই সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই।
তবুও রাষ্ট্র আমাদের স্বীকৃতি দেয়নি। নিরাপত্তা দেয়নি। স্বাধীনতা দেয়নি।
আমি হত ভাগা গুলিবিদ্ধ মুজাক্কির,কবর থেকে বলছি !
আমি চিরনিদ্রায় শায়িত ! তোমাদের কাছে আমার অনুরোধ রইলো !
তোমরা আমার ভাই, তোমরা আমার বোন আমি রাজপথে প্রান দিয়ে গেলাম !
অনেক সাংবাদিক জীবন দিয়েছেন।
আমি নিজের হত্যার বিচার চাইনা।
হাজার সাংবাদিকের জীবন দানের বিনিময়ে-
আমি গণমাধ্যমের স্বাধীনতা চাই।
আমি সাংবাদিক সমাজের নিরাপত্তা চাই।
আমি জাতির বিবেকদের ন্যায় সংগত অধিকার চাই।
সাংবাদিক ভাই,বোনদের কাছে আমার দাবী,
যতক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা,সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করা হবেনা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে।
মনে রাখবা সাংবাদিক ভাই-বোনেরা,অধিকার কেউ কেউ দেয়না,অধিকার ছিনিয়ে আনতে হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৯০ সালের গণআন্দোলন তারই প্রমান।
আমি চলে গেলাম, তোমাদের কাছে আমার অসমাপ্ত কাজের দায়িত্ব দিয়ে গেলাম !
নির্যাতিত সকল সাংবাদিকের আত্মাকে শান্তি দিও ভাই
আমি হত ভাগা গুলিবিদ্ধ মুজাক্কির,কবর থেকে বলছি !
লেখক: আবুল হাসান বেল্লাল
প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,ঢাকা।
২২/০২/২০২১ ইং
No comments:
Post a Comment