জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্য সোনারগাঁ শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে (২২ ফেব্রুয়ারি সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মেহরাব হোসেন মিরাজ।
তিনি অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনাগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াছিনুল হাবিব তালুকদার, সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
No comments:
Post a Comment