নারায়ণগঞ্জের সোনারগাঁয় ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে উঠেছে বিল্লাল হোসেন (৪৫) নামক এক ব্যক্তির বিরুদ্ধে।
২৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ থানার কাঁচপুর খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন খাসপাড়া ইব্রাহিম ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার মতলব থানার ঘাসিরচর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
প্রতিবন্ধী কিশোরীর দুলাভাই জানায়, তার শালীকাকে মন খারাপ অবস্থায় ও শরীরে কিছু আঘাতের দাগ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে জানতে চাইলে প্রতিবন্ধী শালীকা ধর্ষণের কথা খুলে বলে।কাউকে না বলার জন্য ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়েছে বলেও জানায় প্রতিবন্ধী ধর্ষিতা ।পরবর্তীতে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদে সত্যতা প্রমাণ পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান, ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
No comments:
Post a Comment