সোনারগাঁয়ে আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, March 29, 2021

সোনারগাঁয়ে আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত




 সোনারগাঁয়ে নতুন করে আরো ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৩০ মার্চ  বুধবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, পৌরসভার আমিনপুর চকবাজার এলাকায় ১ জন পুরুষ, গোয়ালদী ১জন পুরুষ, কাঁচপুর ললাটি ১জন মহিলা ও একরামপুর হোসেনপুর ১ মহিলার দেহে করোনা সনাক্ত।বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮০ জন সুস্থ হয়েছেন ৭৯৫ জন ও মৃত্যু বরন করেছেন ৩০ জন।


নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্মে দেয়া হলো সর্বশেষ প্রাপ্ত ১৫ জনের ফলাফল অনুযায়ী ৪ জন COVID-19 পজিটিভ ও ১১ জন নেগেটিভ এসেছে।


➕ পজিটিভের তথ্য : –


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –চক সোনারগাঁ,আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোয়ালদি, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ললাটি, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –একরামপুর, হোসেনপুর, শম্ভুপুরা।

No comments:

Post a Comment