সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক সোনারগাঁ থানাধীণ মেঘনাঘাট নিউ টাউন সাকিনস্থ জনৈক হযরত মিয়ার পুকুরের পার্শ্বে দুলাল মিয়ার পতিত জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে ইং-০৯/০৩/২০২১ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় ডাকাত দলের সদস্য আসামী ১। মোঃ সামছুল হুদা @ সেলিম (৩৫), ২। মোঃ ইয়ানবী (৩৯), ৩। মোঃ শাহীন মিয়া (২৮)দেরকে ডাকাতির সরঞ্জাম সহ ধৃত করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
দীর্ঘদিন যাবত ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সময় রাত্রি কালিন চলাচল কালে সুযোগ পেলেই ডাকাতি করতো বলে মনে করেন সাধারণ জনগণ। পুলিশের সাহসী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আটক করেন। এই চক্র সক্রিয় বলে জানা যায়। মহাসড়কে রাতে মেঘনা হতে মোগড়াপাড়া এবং মোগড়াপাড়া থেকো ধরী কান্দি পর্যন্ত প্রায়ই সময় শোনা যায় ডাকাতির ঘটনা।
রাস্তায় যানজট কালে বিদেশ থেকে আশা যাত্রীদের গাড়ীগুলো নজর বেশি থাকে এই ডাকাতদের।ডাকাত চক্রের ছুরির আঘাতে গাড়ীর হেলপার নিততের ঘটনাও ঘটেছে মেঘনা পিরোজপুর ইউনিয়ন পরিষদের এলাকায়।
পুলিশের বিশেষ নজর দাড়ির কারণে ৩ ডাকাদের আটক করতে সক্ষম হয়েছে। মহাসড়কে নিরাপদ রাখতে আরো অধিক পুলিশের উদ্যোগ নিতে হবে কাঁচপুর হাইওয়ে থানার এবং সোনারগাঁ থানা পুলিশের।
No comments:
Post a Comment