সোনারগাঁয়ে আরো ১৪ জনের দেহে করোনা সনাক্ত, মৃত্যু-১ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Saturday, April 17, 2021

সোনারগাঁয়ে আরো ১৪ জনের দেহে করোনা সনাক্ত, মৃত্যু-১

 


সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ১৭ এপ্রিল শনিবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৬১ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৪৭ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ


➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ -  হাড়িয়া, বৈদ্যেরবাজার।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দৈলেরবাগ, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – লাদুর চর,নোয়াগাঁও।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ-  কাদিরগঞ্জ, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা– কাদিরগঞ্জ, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আদমপুর, আমিনপুর। 

২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাবিবপুর, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ - গোয়ালদি, আমিনপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –খাসনগর দিঘীরপাড়, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গোয়ালদি, আমিনপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কাঁচপুর, কাঁচপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ-ছোটসাদিপুর,মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- প্রেমেরবাজার, বৈদ্যেরবাজার। 


➖ নেগেটিভের তালিকা : -

  

১. মোঃ সুজন,২২ বছর

বালুয়াকান্দি, গজারিয়া।

২. সজল আহমেদ বিজয়, ২৩বছর

অর্জুনদি, আমিনপুর।

৩. আরাফাত হোসেন,২৫ বছর

গোহাট্টা, মোগরাপাড়া।

৪. জাহানারা, ৫৫ বছর

সনমান্দি,সনমান্দি।

৫. আরমান,২৯ বছর

নোয়াকান্দি,সনমান্দি।

৬. লিমা,১৮ বছর

কাঁচপুর, কাঁচপুর।

৭. বাহারউদ্দিন,৩৫ বছর

ফতেহকান্দি, সনমান্দি।

৮. সুমন,২৭ বছর

যাদুঘর, আমিনপুর।

৯. ইদ্রিস,৭০ বছর

ভাটিবন্দর, পিরোজপুর।

১০. ইমাম হোসেন,৫০ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১১. জয়,২১ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১২. তন্বী,১৭ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১৩. তন্ময়, ১৬ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১৪. নয়ন,৪০ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১৫. মনিরা,৩৫ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

১৬. হাবিবুল ইসলাম,২১ বছর

কুতুবপুর, কাঁচপুর।

১৭. তানিয়া,২৬ বছর

ভবনাথপুর, পিরোজপুর।

১৮. শহীদুল, ১৯ বছর

মহজমপুর, জামপুর।

১৯. শাহনাজ,৫০ বছর

চেংগাইন, কাঁচপুর।

২০. মাসুদুর রহমান, ৪৫ বছর

রায়পুর, বৈদ্যেরবাজার।

২১. ফারুক,৩০ বছর

নিলকান্দা,সনমান্দি।

২২. হাসিবুল,২০ বছর

নোয়াগাঁও, নোয়াগাঁও।

২৩. নাজমা,২৮ বছর

বেহাকৈর, কাঁচপুর।

২৪. নূরজাহান,৬০ বছর

বস্তমবাগ, বারদি।

২৫. উম্মে হানি,৫০ বছর

বটের পাড়া, সনমান্দি।

২৬. মাহিদুর রহমান,৩৩ বছর

টিপরদি, আমিনপুর।

২৭. আলী হোসেন,৫৫ বছর

হাড়িয়া, বৈদ্যেরবাজার।

২৮. বিষ্নুপদ পাল, ৩২ বছর

ভাটেরচর,গজারিয়া, মুন্সীগঞ্জ।

২৯. শহীদুল, ৪২ বছর

গোয়ালদি,আমিনপুর।

৩০. হাফিজুর,৩৫ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

৩১. লাকি বেগম,৩৪ বছর

সাহাপুর, আমিনপুর।

৩২. বিল্লাল,৬০ বছর

মামুরদি,সনমান্দি।

৩৩. আবদুল্লাহ আল মামুন,২৬ বছর

গোয়ালদি,আমিনপুর।

৩৪. মোঃ আরিফুর রহমান, ৪৫ বছর

চান্দেরকির্তী, বৈদ্যেরবাজার।

৩৫. রিফাত মোল্লা,১৯ বছর

বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৩৬. রিয়াদ আহমেদ আলেক,২৭ বছর

মংগলেরগাঁও, পিরোজপুর।

৩৭. মোঃ রিফাত,২২ বছর

রামগোবিন্দপুর,শম্ভুপুরা।

৩৮. মোঃ নাঈম,১৮ বছর

রামগোবিন্দপুর,শম্ভুপুরা।

৩৯. রাহাদ হাসান,২০ বছর

শুকুরদি,মোগরাপাড়া।

৪০. হাসান,২৪ বছর

বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৪১. তাঞ্জিল হোসেন,১৬ বছর

বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৪২. মোঃ বাসেত, ৪০ বছর

সোনাময়ী,বৈদ্যেরবাজার।

৪৩. আলেক চাঁন,৩২ বছর

মনাইরকান্দি, পিরোজপুর।

৪৪. কৃষ্ন রায়,২৪ বছর

বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৪৫. মিথুন মিয়া,২২ বছর

বরইকান্দি,সনমান্দি।

৪৬. জিহান খান,১৮ বছর

গজারিয়া, মুন্সীগঞ্জ।

৪৭. মোহাম্মদ আলী,৭০ বছর

বাঘরি,কাঁচপুর। 


** মৃত্যুর তথ্যঃ

৪০ বছর বয়সী ১ জন পুরুষ(হাবিবপুর, মোগরাপাড়া) ৩১.০৩.২০২১ তারিখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্যাম্পল দেন এবং ০১.০৪.২০২১ তারিখে কোভিড-১৯ পজিটিভ আসে। ০২.০৪.২০২১ তারিখে উনি খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন ও চিকিৎসাধীন অবস্থায় ০৪.০৪.২০২১ তারিখে রাত ১১.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত  ৪০ জন সুস্থতা লাভ করেছেন: -


১. হালিমুজ্জামান,২৮ বছর

মেঘনা গ্রুপ,পিরোজপুর।

২. লিটন,৩৮ বছর

আমিনপুর, সোনারগাঁ।

৩. আমেনা,২৫ বছর

নানাখি, সাদিপুর।

৪. বকুল আহমেদ, ৩৪ বছর

ভবনাথপুর, পিরোজপুর।

৫. জসীম উদ্দিন,৩৮ বছর

হাতকোপা,আমিনপুর।

৬. আব্দুস সালাম,৬১ বছর

দৈলেরবাগ, আমিনপুর।

৭. মিনারা,২৮ বছর

দুধঘাটা, পিরোজপুর।

৮. কাজী শফিকুল ইসলাম,৩৪ বছর

মহজমপুর, জামপুর।

৯. আবুল কালাম,৩০ বছর

সোনাপুর, কাঁচপুর।

১০. মোঃ মহিবুল্লাহ, ২৬ বছর

দৈলরদি, বারদি।

১১. শফিকুল,৫৮ বছর

ষোল্লপাড়া, মোগরাপাড়া।

১২. আমেনা,৫০ বছর

ষোল্লপাড়া, মোগরাপাড়া।

১৩. নাজমুল,২৮ বছর

গোহাট্টা, মোগরাপাড়া।

১৪. রফিকুল,৪৮ বছর

সাহাপুর, আমিনপুর।

১৫. রাশিদা বেগম,৫০ বছর

নগর কাঁচপুর, কাঁচপুর।

১৬. জহিরুল,৪৪ বছর

টেকপাড়া, শম্ভুপুরা।

১৭. ওয়াসি শিকদার,১৭ বছর

কৃষ্নপুরা, আমিনপুর।

১৮. সানাউল্লাহ, ২৭ বছর

মামরকপুর, বৈদ্যেরবাজার।

১৯. ফাহমিদা আফরিন,১৮ বছর

হাতকোপা, আমিনপুর।

২০. হাবিব,৩২ বছর

বাড়িমজলিশ, মোগরাপাড়া।

২১. বাবুল হোসেন,৫৫ বছর

কাঁচপুর মধ্যপাড়া, কাঁচপুর।

২২. ফারজানা,৪০ বছর

গোয়ালদি, আমিনপুর।

২৩. আনোয়ার,৩৭ বছর

পূর্ব সনমান্দি,সনমান্দি।

২৪. জসীম উদ্দিন,৩৪ বছর

বাংলাবাজার, সনমান্দি।

২৫. রফিকুল হায়দার মেহের,৬৬ বছর

সোনাখালী, মোগরাপাড়া।

২৬. আব্দুর রশিদ,৬৭ বছর

সোনাখালী, মোগরাপাড়া।

২৭. নাজমা,৬০ বছর

মহজমপুর, জামপুর।

২৮. আঃ রউফ সরকার,৬৮ বছর

মহজমপুর, জামপুর।

২৯. রুমা,৩০ বছর

ভাটিবন্দর, পিরোজপুর।

৩০. রুবি আক্তার,২৬ বছর

পঞ্চবটি, বৈদ্যেরবাজার।

৩১. শামিম,২৮ বছর

ইছাপাড়া, আমিনপুর।

৩২. আবু জায়েদ,২৮ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

৩৩. ফিরোজ আহমেদ, ৪০ বছর

চিলারবাগ, আমিনপুর।

৩৪. মিলি আক্তার,২৫ বছর

চিলারবাগ, আমিনপুর।

৩৫. কাজল চন্দ্র পাল,৪৩ বছর

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আমিনপুর।

৩৬. সুমন চন্দ্র দেবনাথ,৩২ বছর

ব্র‍্যাক, মংগলেরগাঁও, পিরোজপুর।

৩৭. মুন্নী,২২ বছর

সোনারগাঁ সেবা ক্লিনিক, মোগরাপাড়া।

৩৮. মোঃ মান্নান মিয়া মুন্না,৪০ বছর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিনপুর।

৩৯. মনির হোসেন,৪০ বছর

ললাটি,কাঁচপুর।

৪০. মোঃ বেলায়েত হোসেন,৩০ বছর

পাকুন্দা, জামপুর।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১০৭২ জন (মৃত্যু-৩৬ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৮৭ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment