সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮ এপ্রিল বুধবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৩৫ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ২৫ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ
➕ পজিটিভের তথ্য : -
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তাতুয়াকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঠালিয়া পাড়া, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাময়ী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বিসিক, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দুধঘাটা, পিরোজপুর।
➖ নেগেটিভের তালিকা : -
১. মোসলিমা, ৩৪ বছর
বড়গাঁও, সাদীপুর।
২. সবুজ, ৩৫ বছর
রহমতপুর, মোগরাপাড়া।
৩. ফাতেমা, ৩২ বছর
আমবাগ, জামপুর।
৪. শিউলী রাণী দাস, ২৭ বছর
বাগবাড়ী, মোগরাপাড়া।
৫. জোহরা, ৩৫ বছর
চৌদানা, আমিনপুর।
৬. মোঃ জাকারিয়া, ৩৭ বছর
বশিরগাঁও, জামপুর।
৭. রাজু আহমেদ, ৩৭ বছর
গোয়ালদী, আমিনপুর।
৮. তানিয়া, ১৬ বছর
দত্তপাড়া, আমিনপুর।
৯. সেলিম, ৪৮ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১০. শাহাব উদ্দিন, ৬৫ বছর
মামরকপুর, বৈদ্যের বাজার।
১১. আরিফা, ২৩ বছর
দেওয়ানবাগ, বন্দর।
১২. মুক্তার, ৪৫ বছর
বসন্দরদী, বৈদ্যের বাজার।
১৩. পারভেজ, ২১ বছর
পঞ্চবটী, বৈদ্যের বাজার।
১৪. সুজন, ৩০ বছর
চৌরাস্তা, মোগরাপাড়া।
১৫. রবিউল মোল্লা, ২৪ বছর
মদনপুর, বন্দর।
১৬. সোনিয়া, ২২ বছর
মদনপুর, বন্দর।
১৭. মীম, ১৮ বছর
মদনপুর, বন্দর।
১৮. আলমগীর, ২৩ বছর
বেঙ্গল সিমেন্ট, বারদী।
১৯. সিফাত, ২৬ বছর
নানাখী, সাদীপুর।
২০. মফিজুল, ১৯ বছর
চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।
২১. মোশাররফ হোসেন, ৫২ বছর
জয়রামপুর, আমিনপুর।
২২. সুমা সাহা, ৩৫ বছর
আমতলা, মোগরাপাড়া।
২৩. মোস্তাক আহমেদ, ৩৮ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
২৪. সুমন, ২১ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
২৫. আমির, ৩৯ বছর
নবীনগর, নোয়াগাঁও।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২ জন সুস্থতা লাভ করেছেন: -
১. তানজিলা, ২১ বছর
মহজমপুর, জামপুর।
২. আয়েশা আক্তার, ৪৫ বছর
জয়রামপুর, আমিনপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৯৭১ জন (মৃত্যু-৩০ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৩১ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
No comments:
Post a Comment