সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯ এপ্রিল বুধবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৫২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ২০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৩২ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ
➕ পজিটিভের তথ্য : -
১ জন প্রাপ্তবয়স্কা পুরুষ – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ– নয়াপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনাঘাট, পিরোজপুর।
৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ছোট সাদিপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – মৃধাকান্দি, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – যাদুঘর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নয়াপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মল্লিকপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হোসেনপুর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –পৌরভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –দামোদরদি, বৈদ্যেরবাজার।
২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –পানাম, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –বরগাঁও, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা –সেংগেলরাম, কাঁচপুর।
➖ নেগেটিভের তালিকা : -
১. ফাহিমা,২৩ বছর
মদনপুর, বন্দর।
২. ফারুক,৩৬ বছর
বারদি, বারদি।
৩. স্মৃতি,২৬ বছর
বারদি, বারদি।
৪. সুখি,৩৫ বছর
কলতাপাড়া, জামপুর।
৫. আব্দুল বাসেত,৪২ বছর
চৌধুরিগাঁও, শম্ভুপুরা।
৬. নূর নবী,৫০ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৭. আজিজুল,১২ বছর
টিপরদি, আমিনপুর।
৮. আল-আমিন, ৩০ বছর
মদনপুর, বন্দর।
৯. শফিকুল, ২৮ বছর
মহজমপুর, জামপুর।
১০. ইলিয়াস,২০ বছর
ঝাউচর,পিরোজপুর।
১১. গোলজার,৪০ বছর
চান্দেরকির্তী, বৈদ্যেরবাজার।
১২. তাহমিনা, ৪৭ বছর
মাঝেরচর, সনমান্দি।
১৩. ফেরদৌসি আক্তার,৭০ বছর
গোয়ালদি, আমিনপুর।
১৪. লুতফুন্নেসা,৪০ বছর
চালিভাংগা, মেঘনা, কুমিল্লা।
১৫. ওয়াং লি পিং,৫১ বছর
সামিট পাওয়ার গ্রুপ-২,পিরোজপুর।
১৬. মারিয়া,১৯ বছর
মৃধাকান্দি,পিরোজপুর।
১৭. শেফালি,৩২ বছর
মৃধাকান্দি,পিরোজপুর।
১৮. মোঃ শরীফ,৩২ বছর
মৃধাকান্দি,পিরোজপুর।
১৯. আব্দুল হান্নান,৩৭ বছর
মৃধাকান্দি,পিরোজপুর।
২০. আব্দুল মান্নান,৩০ বছর
মৃধাকান্দি,পিরোজপুর।
২১. হোসনেহার,৬৬ বছর
হামসাদি, বৈদ্যেরবাজার।
২২. জয়নাল,৪০ বছর
নয়াপুর, সাদিপুর।
২৩. শাহিদা,৪০ বছর
শারুলিয়া, ডেমরা,ঢাকা।
২৪. সুমি,২২ বছর
আলগির চর,বারদি।
২৫. রাভিনা,৩০ বছর
মৌচাক, সিদ্ধিরগঞ্জ।
২৬. মোঃ ফাহিম,২১ বছর
টিপরদি, আমিনপুর।
২৭. জাহাংগীর আলম,২৭ বছর
নয়াপুর, সাদিপুর।
২৮. আশিকুর,৭ বছর
নয়াপুর, সাদিপুর।
২৯. মরিয়ম,৬০ বছর
দেওয়ানবাগ,বন্দর।
৩০. মিনু,৪২ বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
৩১. রফিকুল,২৪ বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
৩২. রবিউল,২০ বছর
ভট্টপুর, আমিনপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৯৯১জন (মৃত্যু-৩০ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮৩১ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
No comments:
Post a Comment