সোনারগাঁয়ে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারী বিদ্যায়তনের শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক স্যার’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দু’আ কামনা করেছেন সোনারগাঁও সময় পরিবার।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোনারগাঁও সময়ের সম্পাদক বলেন, মহান রবের শাহী দরবারে শফিক স্যারের মাগফিরাত কামনা করছি, জান্নাতের উঁচু মাকাম কামনা করছি। পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করছি। আজ ৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা মোগরাপাড়া হাইস্কুল মাঠে স্যার এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুর আগে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারী বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে (১ টা ৪৫ মিনিটে ) গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সিএইমএচ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সূত্রে জানাযায়, দীর্ঘ দিন থেকে তিনি বিভিন্ন রোগে ভোগছিলেন। সর্বশেষ গত জুনের মাঝামাঝি সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার সিএইমএচ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ৩০ জুন চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের রক্তের প্লেটলেস স্বাভাবিকের চেয়ে অনেক কমে যাওয়ায় প্রচুর রক্তের প্রয়োজন হয়। মুলত সেদিন থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।
শফিকুল ইসলাম ১৯৯০ সালের দিকে হিসাব বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে মোগরাপাড়া এইচ , জি , জি , এস স্মৃতি সরকারী বিদ্যায়তনে যোগদান করেছিলেন।
No comments:
Post a Comment