সোনারগাঁয়ে আরো ১২ জনের দেহে করোনা সনাক্ত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, July 5, 2021

সোনারগাঁয়ে আরো ১২ জনের দেহে করোনা সনাক্ত।

 


সোনারগাঁয়ে আরো ১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ০৫ জুলাই সোমবার  দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ২৯ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১৭ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আষাঢ়িয়ার চর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চিলারবাগ, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গিরদান, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চর গোয়ালদী, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোবিন্দপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – লাহাপাড়া, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাতুড়াপাড়া, জামপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাময়ী, বৈদ্যের বাজার।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বড় আলমদী, বারদী।

২ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বেহাকৈর, কাঁচপুর।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী - ১৩৬৩ জন (মৃত্যু-৩৮ জন)

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন - ১২১৩ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment