ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেকপোস্টে এক ভূয়া পুলিশ আটক - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, July 6, 2021

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেকপোস্টে এক ভূয়া পুলিশ আটক


 সোনারগাঁ সময়:


বন্দরে পুলিশ পরিচয় কারি এক প্রতারককে আটক করেছে পুলিশ। 
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় পুলিশের চেকপোষ্টে তাকে আটক করা হয়। আটক  প্রতারকের নাম মাসুদ রানা(৩৫)। আটক মাসুদ রানা কুমিল্লা  জেলার দাউদকান্দি থানার সিংগুলা গ্রামের  মৃত মতিউর রহমানের  ছেলে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( খ-অঞ্চল)  শেখ বিল্লাল  হোসেন জানান, লকডাউনে   কাঁচপুর হাইওয়ে পুলিশ  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় চেকপোষ্ট ডিউটি চলছিল। এসময় কুমিল্লা গামী একটি মাইক্রোবাস আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন সে নিজেকে পুলিশ সদস্য পরিচয়। এসময়   চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যেদের সন্দেহ হলে তাকে জেরা করলে তখন সে স্বীকার করে একজন ভূয়া পুলিশ। আটক প্রতারকের কাছ  থেকে পুলিশ  লেখা পরিহিত একটি টিসার্ট উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment