আর এইচ রাকিব: নারায়ণগঞ্জ : বন্দরে সড়ক মেরামত কাজে ব্যবহৃত রুটকাটিংয়ের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দুই নারীসহ ৩ গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরো ২৫ শ্রমিক আহত হন। সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুরাদপুর এলাকায় বন্দর স্টীল মিলসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ৩ জন মদনপুর এলাকায় অবস্থিত ইপিলিয়ন গার্মেন্টের শ্রমিক। নিহতরা হলেন, নাজমা বেগম (৩৫), মাহমুদা বেগম (২৬) ও সাইফুল ইসলাম(৩২)। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ জন বাসযাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির বলেন, বৃস্টির পানি জমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছোট ছোট গর্তে পরিনত হয়েছে। মহাসড়কে এসব গর্ত মেরামত কাজ চালিয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এর ধারাবাহিকতায় বন্দরের মুরাদপুর এলাকায় বন্দর স্টীল মিলসের সামনে মহাসড়কের মেরামত কাজ চলছিলো। সোমবার রাত ৮ টার দিকে মদনপুর এলাকায় অবস্থিত ইপিলিয়ন গার্মেন্টের ছুটি হয়। এসময় স্থানীয় লোকাল নাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গাধাগাধা করে উঠেন শ্রমিকরা। গার্মেন্টের সামনে থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি কাঁচপুর যাচ্ছে। মুরাদপুর বন্দর স্টীল মিলসের সামনে পৌঁছালে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা মেরামতের রুটকাটিং নামে এক যন্ত্রবহন গাড়িতে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই নারীসহ ৩ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি কওে স্থানীয় লোকজন ওই গার্মেন্টের অন্যান্য শ্রমিকরা।
No comments:
Post a Comment