সোনারগাঁওয়ে সাংবাদিক মিঠুর দোকানে দুর্ধর্ষ চুরি। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Saturday, September 4, 2021

সোনারগাঁওয়ে সাংবাদিক মিঠুর দোকানে দুর্ধর্ষ চুরি।

 


নিজস্ব সংবাদদাতাঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা দৈলেরবাগ এলাকায় সাংবাদিক মিঠুর দোকান সহ আরো ২টি বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান দোকান মালিকরা। ৫ই সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।



সরেজমিনে গিয়ে দেখা যায় অভিনব পদ্ধতিতে দোকানের উপরের টিন কেটে চোরেরা ভিতরে ঢুকে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকাপয়সা সহ মালামাল নিয়ে একই জায়গা দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় ঐ এলাকার ব্যবসায়ীদের মাঝে এখন বিরাজ করছে চরম আতঙ্ক।

ভুক্তভোগী দোকান মালিক সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক মিঠু বলেন,এটি নতুন কোনো চুরি ঘটনা নয়,পূর্বে একই পদ্ধতিতে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে।তবে কাউকে শনাক্ত করা যায়নি।

পাশ্ববর্তী কয়েকজন ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ধরনের চুরি একেরপর এক বেশ কয়েকবার সংগঠিত হওয়ায় আমরা নিজেরাও নিজেদের দোকান নিয়ে শঙ্কিত।

উক্ত দুর্ধর্ষ চুরি হতে নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চুরিকৃত মাল উদ্ধারে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী দোকান মালিক সাংবাদিক মিঠু এবং অন্যান্য ব্যবসায়ীরা।

এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে।


এসএস/বি

No comments:

Post a Comment