নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন পুত্র,মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে নিজ হাতে শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন ।
এসময় তিনি বলেন, আমার পিতা মরহুম মোবারক হোসেন সাহেবকে আপনারা সোনারগাঁও বাসী এখনও যেভাবে মনের কুঠায় স্থান দিয়ে রেখেছেন তা অবশ্যই প্রশংসনীয়। আমার পিতার আদর্শকে লালন করে আমিও আপনাদের সন্তান হিসেবে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবা করে যেতে চাই। তারই ক্ষুদ্র প্রচেষ্টায় পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই ঈদ উপহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,যুবলীগ ,ছাত্রলীগ , শ্রমিক লীগ, কৃষক লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর নেতাকর্মীরা।
No comments:
Post a Comment