নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানান কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫১ তম মহান বিজয় দিবস উদযাপন করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল,জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
দিবসটি উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে সোনারগাঁ পৌরসভার চিলারবাগ এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের শহীদদের প্রতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত উত্তরীয় পরিয়ে দেয়।
বিকালে উপজেলার ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তাস্থ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে বিজয় র্যালী বের করে। বিজয় র্যালীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসএস/বি
১৬ ডিসেম্বর
No comments:
Post a Comment