নিজস্ব সংবাদদাতাঃ
শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উষ্ণতা ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই নির্দেশনা অনুসরণ করে বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই এর পরিচালক বজলুল রহমান অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
গতকাল সন্ধ্যায় সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর,এস,পি ইউনিয়ন কলেজ মাঠে আড়াই হাজার শীতার্ত মানুষ এবং রাতে রাস্তায় চলাচলরত নিম্ন আয়ের অটোরিকশা সিএনজি চালকদের মাঝে নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র উপহার দেন।
উল্লেখ্য যে,শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দের গাঁয়ের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এলাকায় তিনি একজন ভালোমানুষ ও দানবীর হিসেবে পরিচিত। শীতের শুরু থেকেই তিনি নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন।
তারই ধারাবাহিকতায় আজ তিনি শম্ভুপুরা এলাকায় আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,এফবিসিসিআই এর পরিচালক শফিকুল ইসলাম ভরসা,হারিজ হারুন,আক্কাছ মাকসুদ,এফবিসিসিআই এর সদস্য মো.নোমান,মনির,রাজিব।
আরো উপস্থিত ছিলেন শিল্পপতি এম এ ছাত্তার খাঁন,বিশিষ্ট সমাজ সেবক নাসিরউদ্দিন মেম্বার,আলী আহম্মদ,মো.আক্তার হোসেন,বাবুল,নুর মোহাম্মদ প্রমূখ।
এসএস/বি
২১ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment