সদ্য সংবাদ ডেস্কঃ
ঢাকা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো: মাহাবুর রহমান শেখ। একই প্রজ্ঞাপনে দেশের মোট ২৪ জেলায় নুতন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।
এর আগে প্রত্যুষ কুমার মজুমদার,সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার,হিসেবে ২০২০ সালে নড়াইলে যোগদান করেন। যোগদানের পর জেলায় তিনি দক্ষতার সাথে ৩ বছর ৪ মাস দায়িত্ব পালন করে বদলির কারণে তিনি ঝালকাঠি সিআইডিতে চলে যান। এর পরে ঝালকাঠি জেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে থাকেন। পরে তাকে ৮ আগস্ট ঢাকা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। এর পর ঢাকা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা কালে,চলতি মাসের ২০ আগষ্ট তিনি পদন্নোতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হন।
এসএস/বি
২৭ আগষ্ট ২০২৪ খ্রিঃ
No comments:
Post a Comment