ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, March 31, 2020

ফতুল্লার মাদানি নগরে অনুমদোনহীন ৮টি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাদানিনগর এলাকায় অনুমদোনহীন আটটি অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে রাজউক পরিচালিত ভ্রাম্যমান আদালত। একই সাথে ভবন মালিকদের সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহি ম্যাজিষ্ট্রেট জিয়াসমিন আক্তারের নের্তৃত্বে সোমবার সকাল দশটায় ভূঁইগড় মাদানিনগর এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির অথোরাইজ অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ রাজউক (জোন-৮)অথোরাইজ অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউক কর্তৃপক্ষ জানায়, রাজউজের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে আবাসিক ভবন নির্মান করার অভিযোগে সাইফুল ইসলাম ফরহাদকে তিন লাখ টাকা, হাবিবুর রহমান ফেরদৌসকে দুই লাখ, মামুনুর রশিদকে দুই লাখ, আবু নাঈম রাফিকে এক লাখ ও জাকির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় তাদের অবৈধ ভবনগুলোর বেশ কিছু অংশ ভেঙ্গে দিয়ে নিজ দায়িত্বে অপসারণ করতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।
রাজউকের এই কর্মকর্তা জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।#

No comments:

Post a Comment