নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে অসচেতনতার কারনে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা (আজ ১৪ ই জুন) ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করে নতুন আরো ৭ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে ।
এদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৩ জন মহিলা রয়েছে । এ নিয়ে সোনারগাঁওয়ে ৩৪১জন করোনায় আক্রান্ত হয়েছে। সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা রোববার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৭ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রয়েছে। করোনায় সোনারগাঁওয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৭০ জন।
No comments:
Post a Comment