মোহনপুর উপজেলায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে পানের আবাদ ছড়িয়ে পড়ছে রোগব্যাধি - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, June 2, 2020

মোহনপুর উপজেলায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে পানের আবাদ ছড়িয়ে পড়ছে রোগব্যাধি

   

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা ও আশেপাশের এলাকায় ছোট বড় প্রায় পঞ্চাশটি ইটভাটা রয়েছে এর মধ্যে শুধু মোহনপুরেই          পচিশটার মত ইট ভাটা। এ সব ইট ভাটার অধিকাংশের নেই কোন বৈধ পরিবেশ সনদ আর একারণে দিন দিন বেড়ে চলেছে জনবসতি এলাকায় স্বাস্থ্য ঝুঁকি ও কৃষি আাবাদ নষ্টের আশংকা।
সরেজমিনে দেখা যায় যে,মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে ও জনবসতি   এলাকায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে একের পর এক ইট ভাটা,এসকল ভাটায় কয়লার পাশাপাশি ব্যাবহারিত হচ্ছে কাঠ। কাঠ ও কয়লার মিশ্রনে এক ধরনের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়,এতে করে বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।ইটভাটার বিষাক্ত ধোয়ায় নষ্ট হয়ে যাচ্ছে এ অন্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহের ফসল পান বরজ।
এ বিষয়ে আইনী পদক্ষেপ জোরালো করার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা।

No comments:

Post a Comment