নারায়ণগঞ্জে দুঃস্হ ও গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করলো সেনাবাহিনী।
সদ্য সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধান,বাংলাদেশ সেনাবাহিনী এর নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা (নাড়ীর গতি,রক্তচাপ,রক্তশূন্যতা,ওজন,ফিটাল মুভমেন্ট, অক্সিজেন সম্পৃক্ততা) এবং ল্যাব পরীক্ষা (রক্তের গ্রুপ, কম্পিলিট ব্লাড কাউন্ট,কোভিট-১৯ আরটি-পিসিআর পরীক্ষা সুগার পরীক্ষা এবং ইউরিন পরীক্ষাসহ তাদের প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রী বক্স, ম্যাক্সি,হরলিক্স এবং স্যানিটারী প্যাড) বিনামূল্যে প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে- দুঃস্থ ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করেছে সেনাবাহিনী যা এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইতিমধ্যে তাদের ব্যবস্থাপনায় ১৩ জুন মানিকগঞ্জ-৯০ জন, ১৬ জুন নরসিংদী-৮৪ জন, ১৮ জুন গাজীপুর - ৫৭ জন, ২২ জুন -শরীয়তপুরে-২২০ জন এবং আজ ২৩ জুলাই নারায়ণগঞ্জে ৮০জন গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেন ।
এসময় বক্তব্য রাখেন, লেঃকর্ণেল ফখরুল আলম,বিএস পি, এমপি এইচ অধিনায়ক ১১ ফিল্ড এম্বুলেন্স,মেজর ডাঃ রাজিয়া সুলতানা গাইনোলজিষ্ট, ক্যাপ্টেন ডাঃ আমেনা আক্তার, মেডিক্যাল অফিসার, লেঃ মোঃ আনোয়ার হোসেন, লেঃ কর্ণেল মো আবুল মুত্তাকিম, এস পি পি, পিএস জি জি, মেজর আব্দুল্লাহ আল ফরহাদ
লেঃ রীজভীউল হক রিয়াদ এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments