নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের জন্য গণবিজ্ঞপ্তিঃ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Sunday, July 19, 2020

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের জন্য গণবিজ্ঞপ্তিঃ

 
সংবাদ বিজ্ঞপ্তিঃ

 নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র ( পিস্তল/রিভলবার/ রাইফেল/ শটগান/ বন্দুক) লাইসেন্স নবায়ন সম্পর্কিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

১৬ জুলাই জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত যে সকল আগ্নেয়াস্ত্র ( পিস্তল/রিভলবার/ রাইফেল/ শটগান/ বন্দুক) লাইসেন্সধারীগণ তাদের নামীয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে ২০২০ সন পর্যন্ত নবায়ন করেননি বা অন্য কোনো জেলা ম্যাজিস্ট্রেসি হতে নবায়ন করে থাকলেও তা এ কার্যালয়কে (নারায়ণগঞ্জ) অবহিত করেননি অথবা লাইসেন্সের ইস্যু হতে ৫ বছরের মধ্যে অস্ত্র ক্রয় করেননি বা অস্ত্র ক্রয় সংক্রান্ত কোনো তথ্য অবহিত করেননি ,সে সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্স ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৮(ক) ধারা এবং ১৯২৪ সালের অস্ত্র বিধিমালার ৪২ বিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ০৩/০৮/২০১৬ তারিখের ৪৪.০০.০০০০.০৭৭.৩৯.০০১.১৫-৮২৬ নং স্মারকে জারীকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ৩১ (ঘ) ,(ঙ),(চ) এবং ৩৫ (ক) বিধি মোতাবেক বাতিলযোগ্য ।

এমতাবস্থায় , যে সকল আগ্নেয়াস্ত্র ( পিস্তল/রিভলবার/ রাইফেল/ শটগান/ বন্দুক) লাইসেন্সধারীগণ তাদের নামীয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২০২০ সন পর্যন্ত নবায়ন করেননি বা অন্য কোনো জেলা ম্যাজিস্ট্রেসি হতে নবায়ন করে থাকলেও তা এ কার্যালয়কে ( নারায়ণগঞ্জ) অবহিত করেননি অথবা লাইসেন্সের ইস্যু হতে ৫ বছরের মধ্যে অস্ত্র ক্রয় করেননি । সে সকল ব্যক্তিকে এই বিজ্ঞপ্তি প্রকাশের ০১ ( এক ) মাসের মধ্যে স্ব স্ব আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২০ সাল পর্যন্ত নবায়ন ,অস্ত্র ক্রয় সংক্রান্ত তথ্য এ কার্যালয়কে( নারায়ণগঞ্জ) অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের নামীয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স পরবতীতে কোনো প্রকার নোটিশ প্রদান ব্যতিত বাতিলপূর্বক সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment