কোরবানির বর্জ্য পরিস্কারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন " পাশে আছি আমরা"। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Sunday, August 2, 2020

কোরবানির বর্জ্য পরিস্কারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন " পাশে আছি আমরা"।



সদ্য সংবাদঃ ঈদের পরদিন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন " পাশে আছি আমরা"। কোরবানির পশুবর্জ্য পরিস্কার করে পরিচ্ছন্ন গ্রাম গড়ে তুলতে এ কার্যক্রমে অংশ নেয় সংগঠনটির সদস্যরা।

রবিবার সকালে সমাজসেবক মোঃ মাসুম রানার সহযোগিতায়,জাহের আলীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা যেসব জায়গায় এখনও রক্ত, ময়লাসহ কোরবানি বর্জ্য পাওয়া গেছে সেখানেই পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে ব্লিচিং পাউডার ছিটিয়েছেন।

বাড়ি বাড়ি পরিদর্শনের পাশাপাশি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের কর্মীরা। 

 ঈদের আগের দিনও কোরবানি বর্জ্য পরিস্কার ও নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে  জনসচেতনতামুলক প্রচারণা চালিয়েছিলেন সংগঠনটি। 

এই বিষয়ে " পাশে আছি আমরা " সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক শাহজালাল বলেন, নিজ উদ্যোগে নিজ আঙ্গিনা ও আশেপাশের এলাকা পরিষ্কারে আমরা ভূমিকা রাখতে চাই। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে কোরবানি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ব্লিচিং পাউডার ছিটানোয় জনসচেতনতা তৈরির বিকল্প নেই। একার পক্ষে এই কাজ করা সম্ভব না,তাই প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের সমাজ সুন্দর ও পরিচ্ছন্ন হবে।

চলমান বৈশ্বিক করোনা মোকাবিলায় এই সংগঠনের র্কাযকলাপ চোখে পড়ার মত! 

সাংবাদিক শাহাজালাল বলেন ,আসুন আমরা ঘরেই থাকি।
সরকারি নির্দেশনা, স্বাস্থ্য বিধি মেনে চলি । সামাজিক ও নাগরিক দূরত্ব বজায় রাখি।

 মুখে বাদ্যতামূলক মাস্ক ব্যাবহার করি।     

No comments:

Post a Comment