কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এস.এস.সি.ব্যাচ- ২০১৭'র নৌ ভ্রমন অনুুষ্ঠিত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, August 28, 2020

কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এস.এস.সি.ব্যাচ- ২০১৭'র নৌ ভ্রমন অনুুষ্ঠিত।

   


      মো: মামুন আহমেদ (জয়),আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি। 

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এস.এস.সি.ব্যাচ- ২০১৭'র পুর্ণমিলনী ও নৌকাভ্রমনের আয়োজন করে স্কুলের ছাত্র শিক্ষক সমন্বয়ে।

 ২৭ অাগষ্ট কালাপাহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ঘাট থেকে সকাল ৯:৩০ মিনিটে ট্রলার যোগে মেঘনা নদী দিয়ে স্বপ্ন দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিখ্যাত সঙ্গীত 'ওরে নীল দরিয়া, আমায় দেরে দে ছাড়িয়া । একটার পর একটা নদীকেন্দ্রিক বাংলা গান ব্যতিক্রমী অনুভূতির সঞ্চার করে।

পরে আড়াইহাজার বিশনন্দী ফেরিঘাটে অবস্থান করে ফেরিঘাটে দুপুরের খাবার শেষ করে আবারও যাত্রা শুরু করে তারা।

স্বপ্ন দ্বীপে পৌছে ঘুরাঘুরি,  ফুটবল খেলা শেষে গোসল করে বাড়ি ফিরার উদ্দেশ্যে ট্রলার ছাড়ে ,স্বপ্ন দ্বীপ থেকে সরাসরি পূর্বকান্দী সাহেব বাজারের পাশ দিয়ে মধ্যারচর ও চরলক্ষ্মীপুর হয়ে ইজারকান্দী বাজার ঘাট এসে ট্রলার থামেন এবং নৌকা ভ্রমন সমাপ্তি হয়। 

প্রায় পাঁচ ছয় ঘণ্টার ভ্রমণ শেষে আবার ঘাটে ফেরা। অপরূপ  অালো আধারির খেলা ,চাঁদ তখন আরও বেশি মায়া ছড়িয়ে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে মায়ার মধ্য গগনে।


এসএস/বি



No comments:

Post a Comment