সোনারগাঁয়ে ২০ দিন ধরে মানসিক প্রতিবন্ধী আকাশ নিখোঁজ। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, February 4, 2021

সোনারগাঁয়ে ২০ দিন ধরে মানসিক প্রতিবন্ধী আকাশ নিখোঁজ।

 



সোনারগাঁ প্রতিনিধি 


সোনারগাঁয়ে মানসিক প্রতিবন্ধী আকাশ নামের এক কিশোর ২০দিন ধরে নিখোঁজ। নিখোঁজ আকাশ(১৪) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বাদুরীকান্দা গ্রামের মোঃ হাশেমের ছেলে। মানসিক প্রতিবন্ধী আকাশ ১৫ জানুয়ারী বিকাল বেলা বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। আত্মীয় স্বজন বাড়ি ও বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে আকাশের বাবা মোঃ হাশেম ১৮জানুয়ারী সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরী নং-৭৯০। তার উচ্চতা ৪ ফিট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পড়নে নীল রঙের গেঞ্জি, লুঙ্গি পরিহিত ছিল। মাথায় কালো রঙের কানটুপি, মাথার চুল কালো এবং ডান চোখের নিচে তিল ছিল। নাক খাড়া, মুখমন্ডল গোলাকার। কোন হৃদয়বান ব্যক্তি আকাশের সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আকাশের খোজ পেয়ে থাকলে নিম্ন ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। মোঃ হাশেম, মোবাইল নাম্বার ০১৯০০৫০২৮৪০১।

No comments:

Post a Comment