বন্দর মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন রাশেদুল হাসান অভি - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, May 31, 2021

বন্দর মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন রাশেদুল হাসান অভি

 


নারায়ণগঞ্জ বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে মো.শরিফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার ৩০ শে মে বিকাল ০৪ টায় দড়ি সোনাকান্দা বন্দর মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেন।

বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন এক বিবৃতিতে বলেন, বন্দর মডেল প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও কার্যকরী সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই মর্মে একমত পোষণ করে যে, বন্দর মডেল প্রেসক্লাবের (২০২১-২০২৩) ইং কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে মোঃ শরিফুল ইসলামকে নানা অনিয়ম স্বেচ্ছাচারিতা ও সংগঠন বিরোধী কার্যকলাপ করার কারণে উক্ত পদ থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষর এর ভিত্তিতে অনির্দিষ্ট সময়ের জন্য অব্যহতি প্রদান করা হলো। সেই সাথে বন্দর মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান অভি কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে নিযুক্ত করা হইল।


মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে দুই - তৃতীয়াংশ সদস্যদের স্বাক্ষরিত অনাস্থা আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এসময় সাধারণ সম্পাদকের শূন্যস্থানে কমিটির দায়িত্ব পালনের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ন সাধারণ সম্পাদক- রাশেদুল হাসান অভি কে সকলের সম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়।


উল্লেখ্য মো.শরিফুল ইসলামের বিরুদ্ধে বন্দর মডেল প্রেসক্লাবের মোট সদস্য ১১ জনের মধ্যে ৮ জন সদস্য স্বাক্ষর করেন।

No comments:

Post a Comment