সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত ।
সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেন পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের মধ্যদিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নবনুর হোসেন সাবিক, যুবলীগ নেতা আরমান মাহমুদ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান রবিন, জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রেদওয়ানুল ইসলাম, উপজেলা শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম প্রমুখ।
এরফান হোসেন দীপ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুন্দর দেশ গড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারলে, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে’।
No comments:
Post a Comment