নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে নব নির্বাচিত ৮ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।গতকাল সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর।
শপথ অনুষ্ঠান সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন ও প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হন।
No comments:
Post a Comment