সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, February 21, 2022

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত


সদ্য সংবাদ ডেস্কঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে সর্বপ্রথম ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর  শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া,১নং যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল্ কায়সার,২নং যুগ্ম আহ্বায়ক   ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।



সোমবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা,উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত। 

এছাড়া সোমবার সকালেও সোনারগাঁ উপজেলা প্রশাসন প্রভাত ফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না,উপজেলা প্রধান প্রকৌশলী আরজুরুল হক,কৃষি কর্মকর্তা মুনিরা আক্তার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও শহীদ বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা  জানান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,সোনারগাঁ থানা,সোনারগাঁ পৌরসভা,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আনসার ভিডিপি,উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি,মোবারক হোসেন স্মৃতি সংসদ,বিএনপি,বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রজন্ম।

এসএস/বি






No comments:

Post a Comment