সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, February 10, 2022

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বুধবার রাতে অভিযান পরিচালনা করে মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে থেকে ২১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো-চট্টগ্রামের চান্দগাঁও থানার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মেদের ছেলে মোঃ সেলিম উদ্দিন ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ৫নং ক্যাম্পের মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন।

এসময় তাদের নিকট থেকে ২ হাজার ৪৫০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার একে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

No comments:

Post a Comment