কে হচ্ছেন মোগরাপাড়া ইউনিয়নের নৌকার মাঝি? - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, May 12, 2022

কে হচ্ছেন মোগরাপাড়া ইউনিয়নের নৌকার মাঝি?

 


আগামী ১৫ জুন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাজী নাজমুল ইসলাম লিটু। এখানে সরকারি দল বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি প্রার্থী দুইজন। তাদের একজন হতে যাচ্ছেন কাজী লিটুর প্রতিদ্বন্ধি। এই তিন জনের বাহিরে এখনও কাউকে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রার্থীতা দেখা যায়নি।

জানাগেছে, আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি। আওয়ামীলীগ এখনো তাদের দলীয় প্রার্থী চুড়ান্ত করেনি। এদিকে ১২ মে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন কাজী নাজমুল ইসলাম লিটু। তিনি নির্বাচনের শেষ পর্যন্ত ভোটে থাকবেন বলে জানিয়েছেন। ফলে সোহাগ রনি কিংবা আরিফ মাসুদ বাবু হতে যাচ্ছেন কাজী লিটুর প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী।

আরো জানাগেলো-এই নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রতীকে অংশগ্রহণ করলেও বরাবরই মতই বিএনপি নির্বাচনে আসছেনা। এখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী না থাকলেও জেলা যুব সংগতির যুগ্ম আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। যদিও তিনি নির্বাচনকে সামনে রেখে কয়েক বছর ধরেই মোগরাপাড়া ইউনিয়নবাসীর বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। একই সঙ্গে সমানতালে জাতীয়পার্টির রাজনীতিতেও সক্রিয় রয়েছেন। ফলে এখানে কেউই বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারছেন না।

No comments:

Post a Comment