যুব সমাজকে রক্ষা করতে পারে একমাত্র খেলা,সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্টে এমপি খোকা। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, February 10, 2023

যুব সমাজকে রক্ষা করতে পারে একমাত্র খেলা,সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্টে এমপি খোকা।

 




নিজস্ব সংবাদদাতা:

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্ট (সিজন-৩) ২০২৩'এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার রাত ৮ টায় সোনারগাঁয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঈশাখা একাদশ ক্লাব,হাবীবপুর বন্ধু মহল ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।



খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাঈম ইকবাল এর বড় ছেলে অকাল প্রয়াত সাফিন'র স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই টুর্নামেন্টটির আয়োজন করা হয়। রাত্র আটটায় খেলাটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী,নাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।



এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা বলেন,যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র খেলা। তাই বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। ফাইনাল খেলায় ঈশাখাঁ একাদশ ও হাবিবপূর বন্ধু মহল একাদশ এর মধ‍্যকার খেলাটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন,মো.হরুন অর রশিদ,মিন্টু ও কবির হোসেন। ৩২টি দল অংশ গ্রহনের মধ্যদিয়ে আজ ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টটির সমাপ্তি হয়। এসময় স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা শপিং মল এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম নবী।

এসএস/বি

১০ ফেব্রুয়ারী 










No comments:

Post a Comment