সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে ১৬জুন শুক্রবার শম্ভুপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একটি আন্তরিক সভা অনুষ্ঠিত হয়। শম্ভুপুরা ইউনিয়ন থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর প্রস্তুতি কমিটিতে আনুপাতিক হারে সদস্য সংখ্যা কম নেয়ার কারনে তৃণমূলের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়,এই ক্ষোভের আগুনে জ্বলতে থাকে তৃণমূল আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায়,প্রথমে ৩নং,পরে ৪নং ওয়ার্ড ও আজ ৮নং ওয়ার্ডের তৃণমূল কর্মীদের আন্তরিক সভা অনুষ্ঠিত হয়,প্রতিটি ওয়ার্ড থেকে তৃণমূলের কর্মীরা উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তৃনমুলের কর্মীরা বলেন,ভাইলীগ এর ভাইদের কারনে শম্ভুপুরা ইউনিয়ন আজ অবহেলিত।
তারা আরো বলেন মিছিল মিটিংয়ে শম্ভুপুরা অগ্রনী ভুমিকা পালন করে অথচ নোয়াগাও ইউনিয়নে থেকে কোন আন্দোলন সংগ্রামে তাদের কোন ভুমিকা থাকেনা তারপরও শুধুমাত্র থানা আওয়ামী লীগের সভাপতির ইউনিয়ন হওয়ায় সেখান থেকে ৭ জন কে কমিটিতে স্থান দেয়া হয়, তাদের মধ্যে ৪ জনই বিতর্কিত। ইউসুফ দেওয়ান,সাইদুল মোল্লা, সামসু চেয়ারম্যান ও ঝলক তারা আওয়ামী লীগ রাজনীতির সাথে কোন কালে কোন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেনি। এই স্বজনপ্রিতির কমিটির সদস্যদের বিরুদ্ধে ধিক্কার ও বিভিন্ন ইউনিয়নের বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে শম্ভুপুরা ইউনিয়নের আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করা নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়ার জোর দাবি জানায় তারা। তারা বলেন,আমরা কোন ভাইলীগের রাজনীতি করবো না। বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনা আমাদের নেতা বলে মানি আমরা। আমরা বঙ্গবন্ধু আদর্শের মার্কা নৌকার নির্বাচন করবো। আমরাই আমাদের ইউনিয়নের নেতা নির্বাচন করবো,কোন ভাইলীগের পছন্দের নেতা তৈরী করলে আমরা মানবো না, আমরা পকেট কমিটি চাই না। তৃণমূলের কর্মীরা যাকে নেতা বানাবে আমরা তাকে মাথা পেতে নিবো, বিপদে আপদে একে অপরের পাশে দাড়াবো ইনশাল্লাহ । এই সময়ে উপস্থিত ছিলেন, তৃণমূল আওয়ামী লীগ কর্মী কুদ্দুস মেম্বার, নিজাম উদ্দিন, শেখ এনামুল হক বিদ্যুৎ,মোতালেব,পীর মোহাম্মদ,জিয়াউল, জহির মাষ্টার,মোস্তফা,সালাম,বাবলু,সৈয়দ আহাম্মদ,নাছির,শাহিন,রফিক,ইয়ুনুস,রুপচান,ইবনে সিনা প্রপেল, হিমু সহ প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ,মহস্যজীবি লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/বি
১৬ জুন ২০২৩ খ্রীঃ
No comments:
Post a Comment