ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, July 28, 2020

ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

সদ্য সংবাদ ডেস্কঃ 

নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতি প্রস্তুতি কালে স্থানীয় জনতার সহায়তায় ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে বন্দর থানার টহলরত পুলিশ। ওই সময় পুলিশ ডাকাতি কাজে ব্যবহারকৃত ২টি ছোরা, ১টি দা, ৩টি লোহার রড ও ১টি শাবলসহ ডাকতদের বহনকৃত একটি পিকআপ গাড়ী জব্দ করে। মঙ্গলবার রাত ২টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলাস্থ বাংলালিংক টাওয়ারের সামনে ডাকাতির প্রস্ততি কালে তাদের আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফয়েজ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

আটককৃত ডাকাতরা হলো ঢাকা ডিএমপি রামপুরা থানার ১২২/৪ পূর্বরামপুরা মোল্লাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আবু কাশেম তুষার (২৪), একই থানার ১০৮ নং মধ্য বাড্ডা পোষ্ট অফিস গলী বেপারী টাওয়ার এলাকার আব্দুর রহমান শেখের ছেলে মিজান (২৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার শিমপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল (২৫) ও কুমিল্লা জেলার হোমনা থানার মনিরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩০)।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত ২টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা বাংলালিংক টাওয়ারে ডাকাতি চেষ্টা চালায় আটককৃতরা। ওই সময় স্থানীয় জনতা উল্লেখিত ৪ ডাকাতকে আটক করে গনপিটুনী দেয়। পরে থানার টহররত পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতদের পুলিশের হেফাজতে নেয়। পরে টহলরত পুলিশ আটকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহারকৃত ধারালো অস্ত্র সহ ঢাকা মেট্রো ন ১৫-০০৬২ নাম্বারের একটি পিকআপ গাড়ী জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা রুজু হয়েছে এবং আটককৃত ডাকাতদের মঙ্গলবার দুপুরে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment