পুলিশের অভিনব উদ্যোগ ‘মাস্ক ইজ মাস্ট’। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, July 28, 2020

পুলিশের অভিনব উদ্যোগ ‘মাস্ক ইজ মাস্ট’।

 কুড়িগ্রাম সংবাদদাতাঃ
  

 শুরু থেকেই করোনাবিস্তার রোধে বাংলাদেশ পুলিশ সম্মুখযোদ্ধা হিসাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবায় অগ্রপথিক হয়ে কাজ করে যাচ্ছে।

গতানুগতিক পুলিশিং প্যাটার্নের বাইরে প্রযুক্তি, শুদ্ধাচার ও উদ্ভাবনের আলোকে নাগরিকদের সেবায় বাংলাদেশ পুলিশের ইউনিটসমূহ নানাবিধ কার্যক্রম হাতে নিয়ে থাকে। তেমনি একটি উদ্ভাবনী উদ্যোগ মাস্ক ইজ মাস্ট। 

কুড়িগ্রামের সকল নাগরিক যাতে যে কোনো জনসমাগমে মাস্ক ব্যবহার করে, সেটির প্রায়োগিক উপযোগিতা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ হাতে নিয়েছে মাস্ক আপ কুড়িগ্রাম ক্যাম্পেইন।

 সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ লোগো সম্বলিত এক হাজার পিস মাস্ক পথচারী, ব্যবসায়ী, রিকশাওয়ালা, অটো, বাস চালক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করে। অধিকিন্ত, মাইকিং, র‌্যালি, 
জনসচেতনামূলক সভা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হয়েছে। 
করোনা বিস্তাররোধে ছোট ছোট অভিনব উদ্ভাবনী প্রচেষ্টাসমূহ কুড়িগ্রামের মানুষকে করেছে ইতিবাচক জীবনবোধে প্রত্যয়ী, করেছে আশাবাদী।

No comments:

Post a Comment