কক্সবাজার যাওয়ার পথে সাংবাদিকদের মাইক্রোবাসে আগুন! - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, September 18, 2020

কক্সবাজার যাওয়ার পথে সাংবাদিকদের মাইক্রোবাসে আগুন!


সদ্য সংবাদ ডেস্কঃ

নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁও থানাধীন চৈতি গার্মেন্টসের সামনে ও সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ১০০ গজ দূরে চলন্ত মাইক্রোবাসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।

কক্সবাজারে কারা নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসা সহায়তা উপলক্ষে ২০ সেপ্টেম্বর এক মতবিনিময় সভায় যাওয়ার পথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফরসহ আরো ৯জন সাংবাদিক ঢাকা থেকে কক্সবাজারের উদ্দ্যেশে মাইক্রোবাস যোগে যাত্রা শুরু করেন।

পতিমধ্যে,যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটির ইন্জিনে আগুন ধরে যায়।


এই বিষয়ে বি এম এস এফ'র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, যাত্রাপথে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে চৈতি গার্মেন্টস এর সামনে গাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা গাড়ি থেকে নেমে যাই।যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুন লাগতে পারে।তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। 

তিনি বলেন আগামী রোববার(২০-০৯-২০২০) সকাল দশ ঘটিকায় কক্সবাজার জেলা পরিষদ অডিটোরিয়াম এই মতবিনিময় সভা অনুুষ্ঠিত হইবে।



দূর্ঘটনার খবর পেয়ে বিএমএসএফ সোনারগাও শাখার আহ্বায়ক কমিটির সদস্য-সচিব ফারুকুল ইসলাম,  ও মাজহারুল রাসেল, সমির সরকার সবুজ সহ সাংবাদিকরা ছুটে আসেন।


No comments:

Post a Comment