মুজিব বর্ষের অঙ্গীকার, সোনারগাঁয়ের সব সড়ক হবে সংস্কার- এমপি খোকা। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, October 1, 2020

মুজিব বর্ষের অঙ্গীকার, সোনারগাঁয়ের সব সড়ক হবে সংস্কার- এমপি খোকা।


সদ্য সংবাদ ডেস্কঃ  

"মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সব সংস্কার’'-এই শ্লোগানে  উদ্দীপ্ত হয়ে বৃৃহস্পতিবার (০১-১০-২০২০) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস "অক্টোবর ২০২০" উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

 বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকায় এ কাজের উদ্বোধন করেন। এ সময় অন-পেভমেন্টের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের ২৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজ ও পরিদর্শন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১২ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁওয়ে অন-পেভমেন্ট ২৪ কিলোমিটার এবং অফ-পেভমেন্টর (মাটির সোল্ডার) মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে নিযুক্ত দুঃস্থ মহিলাদের মাধ্যমে আরো ৪১ কিলোমিটার সড়ক সংস্কার বা মেরামত করা হবে। তিনি আরো জানান, অফ-পেভমেন্টের আওতায় নিযুক্ত দুঃস্থ মহিলারা মজুরি বাবদ ১১ লক্ষ টাকা পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ ওমর, কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হানিফ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, মোঃ হাসান মেম্বার, জোহরা মেম্বার, বারেক মেম্বার, আমানউল্লাহ আমান মেম্বার সহ প্রমুখ।


এসএস/বি

No comments:

Post a Comment