নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে দিলো ভ্রাম্যমান আদালত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, January 19, 2021

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে দিলো ভ্রাম্যমান আদালত।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে দিলো ভ্রাম্যমান আদালত।

সদ্য সংবাদ ডেস্কঃ 

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন অলিপুরা বাজার সংলগ্ন সেতুর পাশে ব্রম্মপুত্র নদী থেকে ড্রেজারের মাধ্যমে,অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র।এতে নিরীহ কৃষকের জমি ভেঙে নদীতে বিলীন হওয়ার আশংকা দেখা দেয়ায়, উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া ও স্থানীয় কৃষক।





অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম মোস্তফা মুন্না। 
এবং বলেন অনুমতিপত্র ছাড়া নদী থেকে বালু উত্তোলন অবৈধ।
তাই ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলন বন্ধ সহ ব্যবহৃত পাইপ ভেঙ্গে দেয়। 

সহকারী কমিশনার ভূমি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন,নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করার কোন অনুমতিপত্র কেউ দেখাতে পারেনি। আমরা আইন মাফিক অভিযান পরিচালনা করেছি।খবর পেয়ে একাজের সাথে জড়িতরা আগেই পালিয়ে গেছে,
তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি সতর্ক করে বলেন যে ভবিষ্যতেও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মফিজউদ্দিন,তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের এসআই তোফাজ্জল হোসেন সহ একটি পুলিশ টিম। 

No comments:

Post a Comment