সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকায় ছোট বোনের সাথে অভিমান করে বড় বোন আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানা যায়,(২০ জানুয়ারী) বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার মকবুল হোসেনের বড় মেয়ে সুমি তার ছোট বোন সাদিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে ঘরের দর্জা বন্ধ করে ফেললে ছোট বোন ডাকাডাকি করলে দর্জা না খোলায় তার কান্না শুনে স্থানীয় এলাকাবাসী দর্জা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় তার বড় বোন সুমি ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আছে ।
No comments:
Post a Comment