সোনারগাঁয়ে ঘুড়ি উড়াতে গিয়ে উচু ভবন থেকে পড়ে এক শিশু নিহত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, February 12, 2021

সোনারগাঁয়ে ঘুড়ি উড়াতে গিয়ে উচু ভবন থেকে পড়ে এক শিশু নিহত।

 


সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাড়িচিনিশ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চারতলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আসাদুল(১৪) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি)সকালে ১১টার দিকে বাড়িচিনিশ কাট্টপট্টি এলাকায় মাহাবুব ও সৈকত এর নির্মাণাধীন বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে ।


নিহত শিশু আসাদুল একই মহল্লার রঙ মিস্ত্রী ইকবাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কোম্পানিতে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সদর থানা এলাকায়। তারা মোগরাপাড়া চৌরাস্তায় আলিনুর এর বাসায় ভাড়া থাকতেন।

সহপাঠি আল আমিন জানায়-আমি এক ছাদে,আসাদুল অন্য ছাদে ঘুড়ি উড়াতেছিলাম,একটু পরে দেখি সে আর গুড়ি উড়াচ্ছে না। সন্দেহ হলে আমি ছাদ থেকে নেমে আসাদুলকে খুঁজতে থাকি। পরে দেখি আসাদুল নিচে পড়ে আছে। কাছে এসে দেখি মারাত্মক আহত হয়েছে। এ সময় সবাইকে খবর দেই।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁয়ে সেবা হাসপাতালে নেয়ার পথেই শিশুটি মারা যায়।
গঠনাস্থল পরিদর্শন করেন সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)তবিদ রহমান,এস আই বোরহান দর্জি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁ থানার ওসি, রফিকুল ইসলাম জানান, শিশুটি সবার অগোচরে ঐই নির্মাণাধীন ভবনের চারতলা খোলা ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানবশত পা পিছলে লিফট্ লাইন দিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সে মারা যায়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


এসএস/বি

No comments:

Post a Comment