সদ্য সংবাদ ডেস্কঃ
১০ মামলার আসামী চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়াকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের কার্টুন কারখানার গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে ১০ মামলার আসামী চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়াকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
শুক্রবার (৭ মে) রাত ৮ ঘটিকার সময় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে ৭ মে তারাবো দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে,চাঁদাবাজির নগদ ১৬৩৫ টাকা উদ্ধারসহ চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস/বি
No comments:
Post a Comment