সোনারগাঁয়ে জাতীয় বীমা দিবসে সোনালী লাইফ ইন্সুইরেন্সের বর্ণাঢ্য শোভাযাত্রা - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, March 1, 2022

সোনারগাঁয়ে জাতীয় বীমা দিবসে সোনালী লাইফ ইন্সুইরেন্সের বর্ণাঢ্য শোভাযাত্রা

 


"বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে সাধারণ জনগণের মাঝে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানির সোনারগাঁও মেট্রো অফিসের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। শতাধিক সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানির গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের কে নিয়ে শোভাযাত্রা শেষে সোনারগাঁও মেট্রো অফিসের ইনচার্জ কামরুজ্জামান রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনালী লাইফ ইন্সুইরেন্সের ইউনিট ম্যানেজার কামরুজ্জামান রানা জানান, আপনার ও আপনার প্রিয়জনের জন্য একটি নিশ্চিত ভবিষ্যৎ গড়তে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সবসময় আপনার পাশে। জাতীয় বীমা দিবসে সোনারগাঁও তথা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৬০ সালের ১ মার্চ বীমা কোম্পানিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদানের এই তারিখকে স্মরণীয় করে রাখতে এবং বীমার ব্যাপ্তি বৃদ্ধি ও জনমনে ইতিবাচক ধারণা তৈরিতে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করা হয়েছে।

No comments:

Post a Comment