সোনারগাঁয়ে নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রের - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, April 21, 2022

সোনারগাঁয়ে নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রের



নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পরও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র আবু হানিফ (১০)’র। গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) এর সামনে থেকে নিখোঁজ হয় ছাত্র আবু হানিফ।

আবু হানিফের নানী হালিমা বেগম জানান, তার বাড়ি পিরোজপুর ইউপির ঝাউচর গ্রামে। তার মেয়ে উম্মে হানি জীবিকা নির্বাহের জন্য প্রবাসে রয়েছেন প্রায় ৯ বছর। সেসময় থেকে মেয়ের ঘরের নাতী আবু হানিফ তার কাছে থেকে বড় হয়ে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় আর না পড়ে স্কুলে ভর্তি হবে বলে বাড়িতেই থাকছিল সে। গত ফেব্রুয়ারী মাসের ২৬ তারিখ তার সম বয়সি এক খালাতো বোনের সাথে এক আত্মিয়ের বাসায় বেড়াতে গিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) দেখে বাইরে এসে রাস্তা থেকে হারিয়ে যায় নাতী আবু হানিফ। খোঁজাখোঁজি করেও না পেয়ে গত মার্চ মাসের ৮ তারিখ সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন তিনি। যার নং-৫০৩। সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী রিসিভ করা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পারভীন জানান, আবু হানিফ নিখোঁজের জিডির বার্তা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। যার বার্তা নং-৩৩, তাং-৮/৩/২২ইং। এছাড়াও বিভিন্ন পাবলিক প্লেসে সন্ধান করা হচ্ছে।

No comments:

Post a Comment