নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার(৩ এপ্রিল) গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা ৪৭ কেজি গাঁজা এবং ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করে।
গ্রেফতারকৃত মোঃ অপু হোসেন এর হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী রেকত এর হেফাজত হতে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
No comments:
Post a Comment