নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ জানুয়ারী) বিকালে উপজেলার বারদী বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। যথাসময়ে বিকাল ৩ টায় কর্মী সম্মেলন শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে পদ প্রত্যাসীরা ব্যাপক কর্মী সমেত এক এক করে বাদ্যবাজনা বাজিয়ে উৎসব মুখর পরিবেশে সম্মেলন স্থলে উপস্থিত হন।পুরো সম্মেলন স্থল উপস্থিত নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখিরিত হয়ে উঠে। শ্লোগানে শুধু আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়।
কর্মী সম্মেলন স্থলের মঞ্চ ও আশপাশের এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত সাঁটানো ফেস্টুনে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। নেতা কর্মীদের বক্তব্যে ছিলো শুধু একটিই কথা,শেখ হাসিনার ঘোষণা "আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ"। ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস'র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলার মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলম সামসু,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম ইমাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এসএস/বি
১১ ডিসেম্বর
No comments:
Post a Comment