সোনারগাঁয়ে দারসুল কুরআন মাদ্রাসা নামে ইসলামী কিন্ডারগার্টেন উদ্বোধন - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, January 9, 2023

সোনারগাঁয়ে দারসুল কুরআন মাদ্রাসা নামে ইসলামী কিন্ডারগার্টেন উদ্বোধন

 


নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারসুল কুরআন মাদ্রাসা নামের একটি ইসলামিক কিন্ডারগার্টেন উদ্বোধন করা হয়েছে।



সোমবার (৯ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার (হরিগঞ্জ মোড়ে) এলাকায় এই মাদ্রাসা উদ্বোধন করা হয়। মাদ্রাসার উদ্বোধন করেন, বসন দরদী খানকায়ে হাবিবিয়া দরবার শরিফের পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাবিবুুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল-আমিন সরকার। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া, উলুকান্দী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা দাইয়ান, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন,আনার সহ  বিভিন্ন মসজিদের ওলামায়ে কেরাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকগণ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল-আমিন সরকারকে কোরআন শরীফ উপহার দেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম ইমাম।

এসএস/বি

০৯ ডিসেম্বর 

No comments:

Post a Comment