কালাপাহাড়িয়ায় চাঁদা না পেয়ে সোহেল মেম্বারের উপর সন্ত্রাসী হামলা - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, March 2, 2023

কালাপাহাড়িয়ায় চাঁদা না পেয়ে সোহেল মেম্বারের উপর সন্ত্রাসী হামলা

 


মামুন আহম্মেদ জয় (কালা পাহাড়িয়া)


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাউকান্দী গ্রামের ইউপি সদস্য আব্দুল করিম মেম্বারের ছেলে সোহেল মেম্বার ও গ্রামবাসীর নিকট চাঁদা দাবী করে আসছিল মধ্যারচর গ্রামের জনি,জসু,সাইফুল,সজিব। 



চাঁদা দিতে অস্বীকার করায় জনি,জসু,সাইফুল,সজিব ও তার সহযোগিরা মিলে মেম্বারের উপর হামলা চালায়।

উল্লেখ্য যে,জনি,জসু,সাইফুল,সজিব ঝাউকান্দী গ্রামের জনসাধারণের কাছে,নৌকা ঘাঁটে  মাঝিদের কাছ থেকে অনেকদিন যাবত চাঁদা দাবি করে আসছিলো। সোহেল মেম্বার বাঁধা দিলে সোহেল মেম্বারের কাছে ও চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার জানালে ২ মার্চ বিকেলবেলা আড়াইহাজার থেকে ঝাউকান্দী বাড়িতে আসার পথে মধ্যারচর নৌকাঘাটে উৎপেতে থাকা উল্লেখিত সন্ত্রাসীরা সোহেল মেম্বারের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে দেশিয় অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে, এবং সাথে থাকা পাঁচলক্ষ টাকা নিয়ে যায় বলে দাবি তার ভাই রোবেল সরকারের। তার ডাক চিৎকারে আসপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এবিষয়ে কালাপাহাড়িয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান,এখন পর্যন্ত কেহ অভিযোগ করনি,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এসএস/বি

০২ ফেব্রুয়ারী 


No comments:

Post a Comment