মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সোহাগ রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Wednesday, June 1, 2022

মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী সোহাগ রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ



সদ্য সংবাদ ডেস্কঃ 


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইউপি নির্বাচনে মঞ্চ নির্মাণ করে জনসভা করা নিষেধ থাকলেও আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় বিশাল আকারের মঞ্চ তৈরি করে জনসভা করে। 


বুধবার (১ জুন) বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে নির্বাচনী পথ সভার নামে এই জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী ব্যানারে দলীয় প্রধান ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা নিষেধ থাকলেও সোহাগ রনির নির্বাচনী জনসভা মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি ছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল ( ভিপি বাদল) ও সোনারগাঁ উপজেলা  আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার ছবি সম্বলিত ব্যানার ব্যবহার হয়।ব্যানারে দলীয় প্রধান শেখ হাসিনার ছবি ছাড়া নির্বাচনী আচরণবিধি লংঘন করে 



নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল ( ভিপি বাদল) ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার ছবি দিয়ে ব্যানার করায়,আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সতন্ত্র প্রার্থী ও বর্তমানের উক্ত ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, আওয়ামী লীগের নৌকার প্রার্থী সোহাগ রনির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে জনসভার ছবিসহ সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং প্রধান নির্বাচন কমিশনার,নির্বাচন কমিশন সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার,নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জনসভা মঞ্চের ব্যানার সহ এই অভিযোগপত্রের অনুলিপি পাঠান।


এসএস/বি


No comments:

Post a Comment