নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী গুরুতর আহত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, January 15, 2021

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী গুরুতর আহত।

  


সদ্য সংবাদ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জাঙ্গাল এলাকায় বরকত আলী ও তার স্ত্রী ঝর্ণা আক্তারকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় বরকত আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 



শুক্রবার(১৫ জানুয়ারি) উপজেলার সনমান্দী ইউনিয়নের জাঙ্গাল গ্রামে,জমিজমার বিরোধ নিয়ে বরকত আলীর পরিবারের সঙ্গে জিন্নত আলীর পরিবারের বাকবিতন্ডা হয়। এর জের ধরে আকস্মিক জিন্নত আলীর নেতৃত্বে শাহ আলী,শাহ পরান, সোহান,বাবু,আজিজুল,রুহুল আমিন,সজিব ও পারভেজ সহ ১০/১২ জনের একটিদল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বরকত আলী ও তার স্ত্রী ঝর্ণা আক্তারকে বেধড়ক পিটিয়ে আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় বরকত আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত বরকত আলী জানান,জমি নিয়ে বিরোধের জের ধরে জিন্নত আলী ও তার লোকজন আমাদের উপর হামলা করে আহত করেছে।
উল্লেখ্য যে, বরকত আলীর পরিবারের সঙ্গে জিন্নত আলীর পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এসএস/বি

No comments:

Post a Comment